Skip to main content

Posts

Showing posts from April, 2018

How to Read Research Papers - কীভাবে রিসার্চ পেপার পড়া যেতে পারে

আমাকে যদি বলা হয় আমার কাছে সবথেকে বোরিং কাজ গুলো কি কি? কয়েকটা জিনিস আমার মাথায় শুরুতেই আসবে। সেগুলো হতে পারে- অপেক্ষা। কাজ-কর্মহীন সময়। দিনের পর দিন একই রুটিনে জীবন পরিচালনা। তবে যারা উচ্চশিক্ষায় গবেষণার কাজে নিয়োজিত তাদের কাছে আরও একটা বোরিং কাজ আছে। আর সেটা হচ্ছে "গবেষণাপত্র" বা "রিসার্চ পেপার" পড়া। এমন একজন নুব রিসার্চারকে পাওয়া যাবেনা যে কি না বলছে, "ওয়াও, রিসার্চ পেপার পড়া তো খুব মজার একটা ব্যাপার!" গুগল থেকে কপি করা ছবি ওকে, বেশীরভাগের মতন আমার কাছেও পেপার পড়াটা একটা চূড়ান্ত মাত্রার বোরিং কাজ। যে জিনিসটা আমার ক্ষেত্রে হয়, খুব আগ্রহ নিয়ে একটা পেপার পড়া শুরু করলাম, তারপর হুট করে আগ্রহ হারিয়ে ফেলি। রিসেন্টলি আমি মেশিন লার্নিং নিয়ে কাজ শুরু করছি। যে কোন রিসার্চের অন্যতম পূর্বশর্ত হচ্ছে ঐ ফিল্ডের প্রচুর পেপার পড়া। শুরুর দিকে পেপার পড়া নিয়ে নিদারুণ বিপাকে পড়লেও পরবর্তীতে নেটে অনেক ঘেটে ঘুটে আমি একটা মডেল দাড় করিয়েছি যেভাবে পেপার পড়া আমার কাছে আর আগের মতন বোরিং লাগেনা। প্রিয় গুগল, আমাকে বলুন কীভাবে রিসার্চ পেপার পড়া যায়? আমি আজ আমার